নাসরীন জাহান

যাত্রাটা শুরু ছোটগল্প দিয়ে। ‘স্থবির যৌবন’, ‘বিচূর্ণ ছায়া’, ‘পথ, হে পথ’, ‘সারারাত বিড়ালের শব্দ’ —এর মতো চার চারটি ছোটগল্প গ্রন্থ দিয়ে বাংলাদেশের ছোটগল্পে নাসরীন জাহানের যাত্রা শুরু। তারপর প্রথম উপন্যাস ‘উড়ুক্কু’ (১৯৯৩)। প্রথম উপন্যাস তাকে দেয় সে সময়ের আলোচিত ‘ফিলিপস সাহিত্য পুরস্কার’ এবং প্রবল জনপ্রিয়তা। কিন্তু নাসরীন জাহানের সবচেয়ে বড় দোষ এবং গুণ হলো তিনি কখনোই নিজেকে কোন আদলে বন্দী করেননি। ‘উড়ুক্ক’—এর জনপ্রিয়তায় গা ভাসাননি তিনি। সম্পূর্ণ আলাদা মেজাজে এরপর একে একে লেখেন ‘চন্দ্রের প্রথম কলা ’, (১৯৯৪), ‘চন্দ্রলেখার যাদুবিস্তার’ (১৯৯৫), ‘যখন চারপাশের বাতিগুলো নিভে আসছে’ (১৯৯৫)। নাসরীন জাহান সেইসব লেখকদের একজন যিনি সকল পুরস্কার, জনপ্রিয়তা আর সাফল্যকে চ্যালেঞ্জ করে এগিয়ে যান নিজের তৈরি পথে। সেই পথ তার নিজেরই নির্মিত। এখন চলছেন সাহিত্যের বিশুদ্ধতম, পরিণত মাধ্যম কবিতায়। কবিতার জমিনেও তিনি নিজস্ব পথরেখা তৈরি করে চলেছেন।

মা: উম্মে সালমা
বাবা: গোলাম আম্বিয়া ফকির
নেশা: ভ্রমণ
পেশা: লেখালেখি
প্রাতিষ্ঠানিক শিক্ষা: এম.এ
জন্ম: ১৯৬৪ সাল
নাসরীন জাহান এর বই সমূহ
Creative Dhaka
  • Copyright © 2025
  • Privacy Policy Terms of Use